বাংলাদেশে প্রথম বারের মত নাক কান গলা রোগীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কক্সবাজার ইএনটি রোগীদের মিলন মেলা ২০২৩”। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শান্তিনগরে অবস্থিত নাক কান গলা ও হেড নেক সার্জারির বিশেষায়িত হাসপাতাল “ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড” এই আয়োজন টি করতে যাচ্ছে। নাক কান গলার বিভিন্ন রোগের ভুল ও অপচিকিৎসার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি, প্রান্তিক জনগোষ্ঠির কাছে নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌছে দেওয়া এবং ডাক্তার রোগীদের মধ্যে মেলবন্ধন তৈরি করার প্রয়াসে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সুদেব কুমার সাহা।
আগামী ৩০ জুন ২০২৩, রোজ শুক্রবার, হোটেল কল্লোল, লাবনী পয়েন্ট, কক্সবাজারে উক্ত আয়োজনটি সম্পন্ন হবে। সকাল ৮:০০টা হতে শুরু করে অনুষ্ঠান চলবে বিকাল ৫:০০ টা পর্যন্ত। দিন ব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে নাক কান গলার ভুল ও অপচিকিৎসা বিষয়ে পথ শোভাযাত্রা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, রোগীদের সাথে মত বিনিময়, রোগী দেখা,ইএনটি চেক-আপ, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলন মেলায় রোগী দেখবেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চীফ কনসালটেন্ট ডাঃ বাসুদেব কুমার সাহা।
রেজিস্ট্রেশন করার মাধ্যমে নাক কান গলার রোগীরা এই মিলন মেলায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে ০১৭৭৯২৭১০১৮ এই নম্বরে কল করে। রেজিস্ট্রেশন চলবে ২০ জুন পর্যন্ত। মিলন মেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন জনাব মোঃ জিল্লুর রহমান,পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ,কক্সবাজার রিজিয়ন।
কক্সবাজার ইএনটি রোগীদের নিয়ে মিলন মেলায় রোগী দেখবেন এবং নাক কান গলা রোগের বিভিন্ন ভুল ও অপচিকিৎসা বিষয়ে আলোচনা করবেন ।
ডাঃ বাসুদেব কুমার সাহা
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা।
স্থান: হোটেল কল্লোল
লাবনী পয়েন্ট
কক্সবাজার
সময়: সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।
যা থাকছে এই মিলন মেলায়
****************************
★ নাক কান গলার কমন রোগ ও কমন ভুল নিয়ে আলোচনা
★ নতুন রোগীদের কনসালটেশন প্রদান করা
★ পুরোনো রোগীদের ফলোআপ করা
★ সবার সাথে মত বিনিময়।
★ একসাথে খাওয়া ( ব্রেকফাস্ট+ লাঞ্চ + ইভিনিং স্যানক্স)
★ রোগীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
★ অংশগ্রহণকারীদের টি শার্ট প্রদান
যেভাবে অংশ নিবেন মিলন মেলায়
**************************
প্রতি রোগীর জন্য ১৫০০ টাকা,
রোগীর অভিভাবক অথবা এ্যাটেনডেন্টর জন্য জন প্রতি ১২০০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বিকাশ নম্বর: ০১৭১৫৬৫৫৬৪০
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
০১৭৭৯২৭১০১৮
রেজিস্ট্রেশন চলবে ২০ জুন পর্যন্ত।
আয়োজনে:
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড
২৪/১ শানটাওয়ার, শান্তিনগর, ঢাকা।