Scientific Seminar & Case Presentation on Thyroid Surgery

Thyroid seminar

আজ ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল এ হয়ে গেল দিনব্যাপী থাইরয়েড সার্জারী প্রশিক্ষণ কর্মশালা, সায়েন্টিফিক সেমিনার ও কেস প্রেজেন্টেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন অধ্যাপক ডাঃ এ.এফ.মহিউদ্দিন খান স্যার।

কি নোট স্পীকার ছিলেন ডাঃ আশিক এলাহী।

কেইস প্রেজেন্ট করেন ডাঃ সাব্বির আহমেদ। মডারেটর হিসেবে ছিলেন ডাঃ মামুনুর রশীদ। প্যানেল এক্সপার্ট হিসেবে আমার সাথে ছিলেন ডাঃ ইকবাল হোসেন। সেমিনারের কো অর্ডিনেটর হিসেবে ছিলেন ডাঃ এস এম সোহান।

এই কর্মশাল ও সায়েন্টিফিক সেমিনারে ১৩ জন তরুণ ইএনটি চিকিৎসক অংশ গ্রহন করেন।

ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান সুদেব সাহার সভাপতিত্বে উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার সহ হসপিটালের এজিএম অতীশ মজুমদার। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

তরুন ইএনটি সার্জনদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই সেমিনারের কোন বিকল্প নেই।

ভবিষ্যতেও এই একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সকলকে ধন্যবাদ।

09613651020